মেঘনা থেকে নিখোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ নয় জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় পুলিশের একটি দল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীর বাহাদুরপুর-এলিশা পয়েন্ট থেকে মরদেহগুলো গতকাল (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করে।
পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের বরাত দিয়ে আমাদের বরিশাল সংবাদদাতা জানান, ইলিশ বিক্রি শেষে ভোলার চরফ্যাশন থেকে ২৪ জন জেলে চাঁদপুর ফিরছিলেন। ফেরার সময় গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তাদের ট্রলারটি ডুবে যায়।
তাদের মধ্যে ১৪ জন জেলে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। খোরশেদ মাঝি নামের একজন জেলের মরদেহ সেদিনই শ্রীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। বাকি নয়জন নিখোঁজ ছিলেন।
Comments