দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন রোনালদো

ছবি: এএফপি

কথায় বলে- রেগে গেলেন তো হেরে গেলেন। মাত্রাতিরিক্ত রাগ বিপদে ফেলতে পারে যে কাউকে। এমন কিছুই হয়তো অপেক্ষা করছে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য। এসি মিলানের বিপক্ষে মাঠ থেকে আগেই তাকে তুলে নেওয়ায় বেশ খেপেছিলেন কোচ মাউরিজিও সারির উপর। ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগেই স্টেডিয়াম ত্যাগ করায় সিরি আ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন এ জুভেন্টাস তারকা। এমন সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।

গেল শনিবার রাতে সিরি আর গুরুত্বপূর্ণ ম্যাচে মিলানের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয় পেয়েছে রোনালদোর দল জুভেন্টাস। ম্যাচের ৫৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। তার জায়গায় মাঠে নামেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সেই দিবালাই ২২ মিনিট পর (ম্যাচের ৭৭তম মিনিটে) জয়সূচক গোলটি করেন। জুভেন্টাস ফের উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। মাঠ ছাড়ার সময় চরম ক্ষুব্ধ দেখায় রোনালদোকে। সারিকে লক্ষ্য করে কিছু একটা বলতে বলতে ড্রেসিং রুমের দিকে যান এ পর্তুগিজ তারকা।

তবে খেলা শেষ হওয়ার আগে চলে যাওয়ায় শাস্তি পাচ্ছেন না রোনালদো। ঝামেলাটা বেঁধেছে অ্যান্টি-ডোপিং রেগুলেশনের বিধি-নিষেধের কারণে। কারণ ম্যাচ শেষে যে কোনো খেলোয়াড়ের যখন-তখন ডোপ টেস্ট করেন তারা। সেক্ষেত্রে খেলোয়াড়দের ম্যাচ শেষ হওয়ার পরও থাকতে হয় স্টেডিয়ামেই। আর ইচ্ছাকৃত ডোপ টেস্ট এড়িয়ে গেলে বড় শাস্তিই পেতে হয় খেলোয়াড়দের। যদিও গণমাধ্যমের খবর, ডোপ টেস্ট এড়াতে নয়, কোচের উপর রাগ করেই মাঠ ছেড়েছেন রোনালদো। সেক্ষেত্রে হয়তো জরিমানা দিয়েও পার পেতে পারেন তিনি।

আর রোনালদোর জন্য যে কিছুটা হলেও ঝামেলা অপেক্ষা করছে, তার ইঙ্গিত দিয়েছেন সাবেক ইতালিয়ান তারকা অ্যান্তোনিও কাসানো। ক্যারিয়ারে ঠিক এমন একটা ঝামেলায় পড়েছিলেন তিনিও। রোমায় থাকাকালীন ডার্বি ম্যাচে ল্যাৎসিওর বিপক্ষে আগে তুলে নেওয়ায় কোচের উপর রাগ করে স্টেডিয়ামে ছেড়েছিলেন তিনি। পরে নিষেধাজ্ঞা ঠেকাতে ফের মাঠে হাজির হন এ খেলোয়াড়। ইতালিয়ন একটি টিভি চ্যানেলে কাসানো বলেছেন, ‘সে (রোনালদো) কি ম্যাচ শেষ হওয়ার আগে চলে গিয়েছে? আপনি এটা করতে পারেন না। কারণ অ্যান্টি-ডোপিংয়ে নিয়মনীতি রয়েছে। আমি এর আগে স্টেডিয়ামে ফিরে গিয়েছিলাম দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে।’

এদিকে রোনালদোর সঙ্গে নিজের কোনো সমস্যা নেই বলেই জানিয়েছেন জুভেন্টাস কোচ। ম্যাচ শেষেই এ ঘটনা নিয়ে সারি বলেছিলেন, ‘ক্রিস্তিয়ানোকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে তার পক্ষ থেকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে সেরা অবস্থার মধ্যে না থেকেও নিজেকে স্কোয়াডে পাচ্ছে। গত মাসে তার হাঁটুতে অস্বস্তি হয়েছিল এবং এটি তার জন্য কিছুটা সমস্যা।’

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে লোকোমোটিভ মস্কোর বিপক্ষেও রোনালদোকে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে তুলে নিয়েছিলেন সারি। ওই ম্যাচেও মাঠ ছাড়ার সময় রোনালদো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

সূত্রঃ এএস, দ্য ডেইলি মেইল।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago