পায়ের ওপর দিয়ে বাস যাওয়া নারী মারা গেছেন
রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় আহত নারী মারা গেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কানিজ ফাতেমা (৩০) ওই এলাকার কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবরেটরিতে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করে জানান, আব্দুল সালামের মেয়ে কানিজ তার স্বামী শফিকুল ইসলামের সঙ্গে দনিয়া এলাকায় বসবাস করতেন। সকালে মিরপুরে বাবার বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তিনি আল মক্কা পরিবহনের একটি বাসে ওঠেন। সকাল ৯টার দিকে শান্তিনগরে বাস থেকে নামার সময় চালক আচমকা বাসটি টান দেন। এতে কানিজ রাস্তায় পড়ে গেলে ওই বাসটিই তার পায়ের ওপর দিয়ে চলে যায়।
উদ্ধার করে কানিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। দুপুর ১টার দিকে তিনি মারা যান বলে জানান বাচ্চু মিয়া।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেন্টু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আল মক্কা পরিবহনের বাসটি পুলিশ জব্দ করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে যোগ করেন তিনি।
Comments