কেটি পেরির জন্যে করণ জোহরের পার্টি
তৃতীয়বারের মতো ভারতে গেলেন আমেরিকান পপতারকা কেটি পেরি। তার সম্মানে একটি বিশেষ পার্টির আয়োজন করতে যাচ্ছেন করণ জোহর।
আগামী ১৪ নভেম্বর করণের বাসায় এই পার্টির আয়োজন করা হয়েছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
গতকাল (১২ নভেম্বর) মুম্বাইয়ে পৌঁছে সঙ্গী হিসেবে কেটি পেয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। আগামী ১৬ নভেম্বর একটি মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিতেই কেটির এই সফর। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জ্যাকুলিন।
২০১২ সালে কেটি ভারত গিয়েছিলেন আইপিএলের উদ্বোধনী আয়োজনে গান করতে। সেবার তিনি ঘুরে বেড়ানোর সময় পাননি। তাই এবার ব্যস্ততা থাকলেও ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে তার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ওয়ান অব দ্য বয়েজ’-শিল্পী বলেন, “এখানকার দর্শকের সামনে পারফর্ম করার জন্য উৎসুক হয়ে আছি। হাতে সময় আছে, শহরটা ঘুরে দেখবো। এখানকার স্থানীয় খাবার চেখে দেখতে চাই। তারকা হয়ে হোটেলে বসে রুম সার্ভিস অর্ডার করতে চাই না।”
পাশাপাশি, এই পপতারকাকে মুম্বাইয়ের বিখ্যাত পানিপুরি খাওয়ানোর আগ্রহের কথা গণমাধ্যমকে জানিয়েছেন জ্যাকুলিন।
প্রসঙ্গত, প্রথমবার কেটি এসেছিলেন ভারতের জয়পুরে, নিজের ডেসটিনেশন ওয়েডিংয়ে। যদিও রাসেল ব্র্যান্ডের সঙ্গে সেই বিয়ে ভেঙে যায়।
Comments