বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য খন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, নাসিরউদ্দিনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, নিয়োগ–বাণিজ্য, কেনাকাটায় দুর্নীতিসহ নানা অভিযোগ খতিয়ে দেখতে একজন পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।
নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত কমিটি অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহারের সুপারিশ করে প্রতিবেদন দেওয়ার এক দিনের মাথায় গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে টানা আন্দোলন নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Comments