বাতিল হতে পারে মেসিদের ইসরায়েল সফর
প্রীতি ম্যাচে আগামী শুক্রবার সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সে ম্যাচ শেষেই উরুগুয়ের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে ইসরায়েল উড়ে যাওয়ার কথা রয়েছে আলবিসেলিস্তাদের। কিন্তু দেশটির সার্বিক পরিস্থিতির কারণে বাতিল হতে পারে সফরটি। উরুগুয়ের গণমাধ্যম ওভাসনের বরাত ধরে এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল।
মূলত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘর্ষের কারণে ম্যাচটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় স্বাধীনতাকামী জিহাদী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বাহা আবু আল-আত্তা নিহত হয়েছেন। আর এই হামলার জবাবে সে সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা ১৫০টি রকেট ছোড়া হয়।
বাধ্য হয়েই এমন পরিস্থিতিতে ম্যাচটি নিয়ে চিন্তায় পড়ে গেছে আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও এখনই সিদ্ধান্ত নিচ্ছে না তারা। আগামী সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচটি বাতিল করবে বলেই সংবাদ প্রকাশ করেছেন ওভাসন।
তবে রকেট ছোড়ার কারণে ইসরায়েলের তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। বহু মানুষ নিরাপত্তা হীনতায় অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। এছাড়া ইসারাইলে এরমধ্যেই ক্রীড়া প্রতিযোগিতায় এর প্রভাবও পড়েছে। ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য মাক্কাবি তেল আবিব এবং হাপোয়েল বিয়ার শেভার মধ্যকার বাস্কেটবল লিগ ম্যাচটি নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে। আর স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার থেকেই।
১৮ নভেম্বর তেল আবিবের নিউ ব্লুমফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও উরুগুয়ের। তবে আর্জেন্টিনার এ ম্যাচটি সেদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে বাফুফে আগ্রহ না দেখালে তা ইসরায়েলে স্থানান্তরিত হয়। বাংলাদেশে খেলা হলে অবশ্য উরুগুয়ে নয় তাদেরই প্রতিবেশি দেশ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হতো।
এর আগে ২০১৮ বিশ্বকাপের আগে ইসরেয়েলের বিতর্কিত শহর জেরুজালেমে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। শেষ মুহূর্তে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল মেসিরা। ম্যাচটি না খেলতে যাওয়ায় ফিফা’র কাছে নালিশ জানিয়েছিল ইসরায়েল।
Comments