গার্দিওলাকে ফেরাতে চায় বায়ার্ন
আবারো বায়ার্ন মিউনিখে ফিরতে পারেন বর্তমান ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। নতুন কোচ হিসেবে দলটির তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে বার্সেলোনার সাবেক এ কোচের। অন্যদিকে গার্দিওলার পরিবারও নাকি ম্যানচেস্টারে আর থাকতে চাইছেন না। ক্রীড়াভিত্তিক জার্মান গণমাধ্যম স্পোর্ত বিল্ডের সূত্র ধরে এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মিরর।
সংবাদে আরও জানানো হয়েছে এরমধ্যেই বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছে। এছাড়া গার্দিওলার স্ত্রী সন্তানরাও আর ম্যানচেস্টারে থাকতে চাইছেন না বলে সংবাদ উঠে এসেছে বেশ কিছু ইংলিশ গণমাধ্যমে। ইংল্যান্ডের চেয়ে জার্মানিকেই বেশি পছন্দ তাদের। জানা গেছে সেখানে নিজের ফ্ল্যাটও রয়েছে এ স্প্যানিশ কোচের। আর অনেক দিন থেকেই স্ত্রী ক্রিস্তিনা স্পেনে বেশি সময় দিচ্ছেন। তাতেই বোঝা গেছে ইংল্যান্ড তেমন পছন্দ নয় তার।
সিটির সঙ্গে এখনও প্রায় দুই বছরের চুক্তি রয়েছে গার্দিওলার। ২০১৬ সালে বায়ার্ন মিউনিখ থেকে পাঁচ বছরের চুক্তিতে এসেছিলেন তিনি। শেষ দুটি মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ কাটালেও চলতি মৌসুমে বেকায়দায় আছেন তিনি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা ৯ পয়েন্ট পিছিয়ে। পয়েন্ট তালিকার চার নম্বরে তাদের অবস্থান।
কদিন আগেই কোচ নিকো কোভাচকে বরখাস্ত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দুইপক্ষের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছিল বায়ার্ন কর্তৃপক্ষ। নিকো কোভাচকে সরিয়ে দেয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্লাবটির সহকারী কোচ হানসি ফ্লিককে দায়িত্ব দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ দিয়ে এর মধ্যে যাত্রা শুরু করেছেন তিনি।
মূলত গত শনিবার ফ্রাঙ্কফ্রুটের মাঠে ৫-১ গোলে হার দেখার পরই এ সিদ্ধান্ত নেয় ক্লাবটি। গত দশ বছরের মধ্যে বুন্দেসলিগায় বায়ার্নের এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স। সে হারে শীর্ষে থাকা বরুশিয়া মুনশেনগ্লাডবাখের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান পিছিয়ে পড়েছে তারা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে টানা সাত বারের চ্যাম্পিয়ন দলটি। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট।
শৈশবের ক্লাব বার্সেলোনাকে দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন গার্দিওলা। চার বছরে ক্লাবটিকে সাফল্যের বৃষ্টিতে ভাসিয়ে জিতিয়েছেন ১৪ শিরোপা। এরপর ২০১২ সালে ন্যু ক্যাম্প ছাড়েন। তাকে পেতে হুমড়ি খেয়ে পড়েছিল ইউরোপের বড় ক্লাবগুলো। তবে এক বছরের বিরতি নিয়ে বায়ার্নের কোচ হিসেবে ফেরেন তিনি। বুন্দেসলিগায় তিন বছর কাটিয়ে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। বায়ার্নে তিন বছরে সাতটি শিরোপা জিতিয়েছিলেন গার্দিওলা।
Comments