‘সেঞ্চুরি’ থেকে মাত্র দুই গোল দূরে রোনালদো
জাতীয় দল পর্তুগালের হয়ে টানা পঞ্চম ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। থামলেন না সেখানেই, পূরণ করলেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে লিথুয়ানিয়াকে উড়িয়ে আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল পর্তুগিজরা।
হ্যাটট্রিক পূরণ করায় জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদোর আন্তর্জাতিক গোলের সংখ্যা বেড়ে হলো ৯৮! আর মাত্র দুবার লক্ষ্যভেদ করলেই দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করার কীর্তি গড়বেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ইরানের আলি দাইয়ের (১০৯টি) দখলে। তার পেছনেই আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
বৃহস্পতিবার রাতে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ৬-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। আগের দেখায় লিথুয়ানিয়ার মাঠে ৫-১ গোলে জিতেছিল পর্তুগাল। সে ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন ৩৪ বছর বয়সী রোনালদো। ইউরোর এবারের বাছাইপর্বে তার গোলসংখ্যা ১০টি।
একতরফা লড়াইয়ে নিজেদের মাটিতে ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে রোনালদো। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের মধ্যে তারা আদায় করে নেয় আরও চার গোল। ৬৫তম মিনিটে রোনালদো পূরণ করেন হ্যাটট্রিক। এর আগে জালের ঠিকানা খুঁজে নেন আরও তিনজন। ৫২তম মিনিটে পিজ্জি, ৫৬তম মিনিটে গনসালো পাসিয়েনসিয়া ও ৬৩তম মিনিটে বার্নার্দো সিলভা লক্ষ্যভেদ করেন।
সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। রাতের আরেক ম্যাচে লুক্সেমবোর্গকে ৩-২ গোলে হারানো সার্বিয়া সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টিকিয়ে রেখেছে মূল পর্বের সম্ভাবনা। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আগেই ইউরোর চূড়ান্ত পর্বে উঠে গেছে ইউক্রেন।
Comments