সেই ব্রাজিলের বিপক্ষেই ফিরছেন মেসি

আবারো মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। গত কোপা আমেরিকায় এই ব্রাজিল নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে সপ্তাহ দুইয়ের বেশি হতে চলল। তবে এখনও মাঠে নামা হয়নি জাতীয় দলের জার্সি গায়ে। শুক্রবার (১৫ নভেম্বর) সেই ব্রাজিলের বিপক্ষেই মাঠে নামছেন রেকর্ড ছয়বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
ছবি: এএফপি

আবারো মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। গত কোপা আমেরিকায় এই ব্রাজিল নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে সপ্তাহ দুইয়ের বেশি হতে চলল। তবে এখনও মাঠে নামা হয়নি জাতীয় দলের জার্সি গায়ে। শুক্রবার (১৫ নভেম্বর) সেই ব্রাজিলের বিপক্ষেই মাঠে নামছেন রেকর্ড ছয়বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

সৌদি আরবের কিং সৌদি ইউনিভার্সিটি স্টেডিয়ামে ‘সুপার ক্লাসিকো’য় এদিন মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। কাগজে কলমে হয়তো এটা প্রীতি ম্যাচ। কিন্তু এর মধ্যেই এ ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবলবিশ্বে। আর এ ম্যাচের মাহাত্ম্য আরো বাড়ছে মেসি ফেরায়।

অধিনায়কের ফেরায় দারুণ উচ্ছ্বসিত কোচ লিওনেল স্কালোনিও, ‘আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি ফিরে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে এ ম্যাচে খেলছে। তবে পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় আমাদের দলের মেরুদণ্ড। আপনি হারতে বা জিততেই পারেন, কারণ সেরা দল সব সময় জেতে না। তবে আমাদের হারানো সহজ নয়।’

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ডও দেখেছিলেন মেসি। এরপর দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে রীতিমতো ধুয়ে দেন মেসি, ‘দুর্নীতিগ্রস্ত এই সংস্থা ব্রাজিলকে জেতানোর সব আয়োজন করে রেখেছে।’ এমন মন্তব্যে তিন মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে মেসিকে নিষিদ্ধ করেছিল সংস্থাটি।

কোপায় ব্যর্থ হওয়ার পর মেসিকে ছাড়াই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের তারা হারেনি। সব শেষ ম্যাচে ইকুয়েডরকে তো গুঁড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। জার্মানির মাঠে ড্র করে ২-২ গোলে। এবার ব্রাজিলের বিপক্ষে মেসির সঙ্গে ফিরছেন সার্জিও আগুয়েরোও। তাদের ফেরায় নিঃসন্দেহে আক্রমণভাগের ধার আরো বাড়ার কথা দলটির। এছাড়া দারুণ ছন্দে আছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালাও।

অন্যদিকে ঠিক উল্টো অবস্থা ব্রাজিলের। কোপা জয়ের পর শেষ চার ম্যাচে ব্রাজিল ছন্দহীন। তিন ম্যাচে ড্র, সঙ্গে হারতেও হয়েছে একটি। চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে সেরা তারকা নেইমারকেও পাওয়া যাচ্ছে না। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন ও আয়াক্সের ফরোয়ার্ড দাভিদ নেরেসও নেই একই কারণে। অভিজ্ঞ দানি আলভেস, মার্সেলো, ফার্নান্দিনহো, দগলাস কস্তার সঙ্গে তরুণ ভিনিসিয়ুস জুনিয়রকেও দলে রাখেননি ব্রাজিল কোচ তিতে।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

7h ago