‘পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি, আমার বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গতকাল (১৭ নভেম্বর) পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে। পেঁয়াজের দাম আকস্মিকভাবে অতিরিক্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাসায় তার জন্য পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়।
PM-1.jpg
১৬ নভেম্বর ২০১৯, দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গতকাল (১৭ নভেম্বর) পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে। পেঁয়াজের দাম আকস্মিকভাবে অতিরিক্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাসায় তার জন্য পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র তার উদ্ধৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি, আজ (গতকাল) দুপুরে আমার বাসায় পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে।”

শেখ হাসিনা বলেন, “পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে।”

তিনি এ ধরনের খাবার তৈরির জন্য বাবুর্চিকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, “প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে যাত্রা করার প্রাক্কালে আজ (গতকাল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ মন্তব্য করেন।”

পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায়, দ্রুত এর মূল্য স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পরিবহন বিমানের মাধ্যমে পেঁয়াজ আমদানির কথা আজ নগরীতে এক দলীয় সমাবেশে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

2h ago