গোলাপি বলে ঐচ্ছিক অনুশীলন
গোলাপি বলে টেস্টের আগে প্রস্তুতি ঘাটতি নিয়ে উদ্বিগ্ন ছিল বাংলাদেশ। তবে লাল বলের টেস্টে চরম বিপর্যস্ত হয়ে তিনদিনে হেরে যাওয়ায় মিলেছে বাড়তি প্রস্তুতির সুযোগ। রোববার বাংলাদেশের পাশাপাশি কৃত্রিম আলোয় গোলাপি বলে অনুশীলন করেছে ভারতও। তবে ঐচ্ছিক অনুশীলন থাকায় বিশ্রামে ছিলেন একাধিক তারকা।
হোল্কার স্টেডিয়ামে গোলাপি বলে অনুশীলন করতে বাংলাদেশ আসে বিকেল ৪টায়। ইন্দোর টেস্টে ভালো করা পেসার আবু জায়েদ রাহি মাঠে এলেও ছিলেন বিশ্রামে। ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।
তবু গোলাপি বলে নিবিড় অনুশীলন চালিয়েছেন অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, লিটন দাস। বল করেছেন মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ও ইবাদত হোসেন।
ভারতের একাদশের বাইরে থাকা শুভমন গিল, ঋশভ পান্তরা চালিয়েছেন অনুশীলন।
পেসার ইবাদত জানান এই প্রথম গোলাপি বলে অনুশীলন করতে যাচ্ছেন তিনি, ‘গোপালি বলে এখনো খেলা হয়নি, অনুশীলনও হয়নি। স্পষ্ট কোনো ধারণা তাই নেই। যতটুকু শুনেছি গোলাপি বলে ভালো সুইং করানো যায়। বিশেষ করে ফ্লাড লাইটের আলোয় যখন খেলা হবে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে বল সুইং করানো যায়। অনুশীলন করতে পারলেই বুঝব আসলে কতটা কি।’
সীমিত ওভারের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি টেস্ট সিরিজ শুরুর আগে ছিলেন দলের সঙ্গেই। বিসিবি চেয়েছিল পুরো টেস্ট সিরিজেই তাকে রেখে দিতে। কিন্তু পারিবারিক কারণে টেস্ট শুরুর পরই চলে যান এই কোচ।
ব্যাটসম্যানদের নিয়ে অনুশীলন চালান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বোলারদের নিয়ে কাজ করেছেন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেট ও স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
ইন্দোরে প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে হারার পর বেশ চাপে আছে বাংলাদেশ দল। কলকাতায় পরের টেস্ট খেলতে যাওয়ার আগে সোমবারও ইন্দোরে গোলাপি বলে অনুশীলন করবে তারা। মঙ্গলবার সকালে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে ছাড়বে ইন্দোর।
Comments