‘সবকিছুর বাজেট বাড়ে অথচ নাটকের বাজেট কমে’

আফসানা মিমির অভিনয় জীবন শুরু থিয়েটার দিয়ে। এরপর টিভি নাটকে। টিভি নাটকে নব্বই দশকের কয়েকজন জনপ্রিয় তারকা অভিনেত্রীদের একজন তিনি। দীর্ঘদিন অভিনয় করার পর নাটক পরিচালনায় সম্পৃক্ত হন। কাছের মানুষ ধারাবাহিকটি পরিচালনা করে নাট্যপরিচালক হিসেবে আলোচনায় আসেন। এছাড়া অনেক নাটক পরিচালনা করেছেন তিনি। নতুন সিনেমাতেও অভিনয় করছেন। এসব নিয়েই তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
Afsana-Mimi.jpg
আফসানা মিমি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

আফসানা মিমির অভিনয় জীবন শুরু থিয়েটার দিয়ে। এরপর টিভি নাটকে। টিভি নাটকে নব্বই দশকের কয়েকজন জনপ্রিয় তারকা অভিনেত্রীদের একজন তিনি। দীর্ঘদিন অভিনয় করার পর নাটক পরিচালনায় সম্পৃক্ত হন। কাছের মানুষ ধারাবাহিকটি পরিচালনা করে নাট্যপরিচালক হিসেবে আলোচনায় আসেন। এছাড়া অনেক নাটক পরিচালনা করেছেন তিনি। নতুন সিনেমাতেও অভিনয় করছেন। এসব নিয়েই তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

পরিচালনা নিয়েই সময় কাটছে আপনার, সেখানে অনেকদিন পর অভিনয় করছেন, তাও আবার সিনেমায়, নতুন সিনেমাটি নিয়ে বলুন?

৯ বছর আগে প্রিয়তমেষু নামের একটি সিনেমায় শেষ অভিনয় করেছিলাম। এতো বছর পর পাপপুণ্য সিনেমায় অভিনয় করছি। সম্প্রতি চাঁদপুরে শুটিং করে এসেছি। পাপপুণ্য সিনেমাটি পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম। এই পরিচালকের পরিচালনায় প্রায় ১৮ বছর পর কাজ করলাম। আসলে পরিচালনা নিয়েই এখন বেশি ব্যস্ত থাকি। গিয়াসউদ্দিন সেলিম কাজটি করতে বলেন, গল্প ও চরিত্র শোনান, তারপর কাজটি করি।

এতো বছর পর নতুন করে সিনেমাটি করার বিশেষ কোনো কারণ আছে কি?

গিয়াসউদ্দিন সেলিম খুব প্রিয় একজন পরিচালক। তার কাজ মানেই ভিন্নতা। আমরা সবাই মিলেই তো একটি পরিবার। নিজেদের কাজ মনে করেছি, এটাই বড় কারণ। এছাড়া কাছের মানুষদের সহশিল্পী হিসেবে পেয়েছি, সেখানেও বাড়তি ভালোলাগা রয়েছে। গিয়াসউদ্দিন সেলিম ভালো গল্প বলতে পারেন। তার কাজ মানেই বিশেষ কিছু। সব মিলিয়েই কাজটি করা।

আপনি মূলত নাটকের মানুষ, অভিনয় কমিয়ে দিয়ে অনেক বছর ধরে নাটক পরিচালনা করছেন, নাটকের বাজেট নিয়ে জানতে চাচ্ছি, প্রায়ই শোনা যায় নাটকের বাজেট কমে যাচ্ছে, পরিচালকরা ভালো বাজেট পাচ্ছেন না, আপনি কী বলবেন?

কথা তো সত্যি। সবকিছুর বাজেট বাড়ে অথচ নাকের বাজেট কমে। নাটকের বাজেট বাড়ানো দরকার। ভালো বাজেট পেলে পরিচালকরা আরও ভালো নাটক উপহার দিতে পারবেন।

নতুন ধারাবাহিক পরিচালনা করবেন কবে?

একটি পছন্দের উপন্যাস নিয়ে ধারাবাহিক বানানোর ইচ্ছে আছে। নামটি এখনই বলবো না। ভালো বাজেট ও ভালো শিল্পী পেলে কাজটি করবো। না পেলে করবো না। একটি ভালো গল্পের জন্য ভালো বাজেট ও ভালো শিল্পী দরকার।

অভিনয় বেশি কঠিন নাকি পরিচালনা?

আমি তো মনে করি নাটক পরিচালনা করাটাই বেশি কঠিন। একজন পরিচালককে কতো কী নিয়ে ভাবতে হয়। যখন আমি অভিনয় করি, তখন কেবল অভিনয়টা নিয়েই ভাবি। আর যখন নাটক পরিচালনা করি, তখন শিল্পীদের সময়মতো সেটে আসা, সময়মতো শুটিং শেষ করা, ক্যামেরা দেখা, সবার পেমেন্ট দেওয়া থেকে শুরু করে সবকিছু আমাকে দেখতে হয়। সব কিছু নিয়ে ভাবতে হয়। অভিনয় করার সময় এতো টেনশন থাকে না। সে জন্যই অভিনয়ের চেয়ে পরিচালনা বেশি কঠিন আমার কাছে।

এই দেশের দর্শকরা আপনাকে চেনেন অভিনয় দিয়ে, এখন টিভি নাটক একেবারেই কম করছেন, সেক্ষেত্রে টিভি নাটকের অভিনয়টা কি মিস করেন?

অবশ্যই মিস করি। অভিনয় আমার প্রথম পরিচয়। অভিনেত্রী হিসেবে কাজ শুরু করি। অভিনয় দিয়ে সবার ভালোবাসা পাই। অভিনয় করতে করতে অনেক বছর যাবার পর নাটক পরিচালনায় আসি। এখন অভিনয় কম করি। কিন্তু অভিনয়টা সবসময় মিস করি।

Comments

The Daily Star  | English

COP28 opens with tributes to Saleemul Huq

The opening session of COP28 yesterday started with an outpouring of remembrance and respect for Saleemul Huq and Pete Betts, two climate activists who passed away in October

11m ago