ইউরোর মূল পর্বে গ্যারেথ বেলের ওয়েলস

wales football team
ছবি: এএফপি

টানা দ্বিতীয়বারের মতো উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। তবে হাঙ্গেরির বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেল নন, জয়ের নায়ক বনেছেন জুভেন্টাস মিডফিল্ডার অ্যারন রামসি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ কার্ডিফ সিটি স্টেডিয়ামে বাছাইপর্বের ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়েছে ওয়েলস। দুইটি গোলই করেন রামসি।

ম্যাচের ১৫তম মিনিটে বেলের ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রামসি। বেন ডেভিসের ফ্রি-কিকে দলের অপর এক সতীর্থ হেড করার পর ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে যান তিনি। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে বল জালে পাঠান তিনি।

১৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে আগেই ইউরোর মূল পর্বের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া। আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হারে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ওয়েলস। ১৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে স্লোভাকিয়া। চতুর্থ হওয়া হাঙ্গেরির অর্জন ১২ পয়েন্ট।

আগামী ২০২০ ইউরোতে খেলবে মোট ২৪টি দল। বাছাইপর্বের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে মোট ২০টি দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এরই মধ্যে। বাকি চারটি দলকে প্লে-অফের বাধা পেরিয়ে আসতে হবে।

উল্লেখ্য, প্রথমবারের মতো ইউরোতে খেলার স্বাদ নিতে যাচ্ছে ফিনল্যান্ড। গেল আসরে অংশ নিতে ব্যর্থ হওয়া দুই সাবেক ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও ডেনমার্ক ফিরেছে এবার।

সরাসরি ইউরোর মূল পর্বে ওঠা ২০ দল:

জার্মানি, ইতালি, স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, ক্রোয়েশিয়া, ওয়েলস, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইউক্রেন, পোল্যান্ড, তুরস্ক, চেক প্রজাতন্ত্র।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago