নাঈমের মাথায় বলের আঘাত, চিকিৎসক বলছেন ‘গুরুতর নয়’

কলকাতায় অনুশীলনে নেমেই সকাল বেলা দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। হাতের চোটে ম্যাচ থেকে ছিটকে যান অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান। বেলা বাড়তে আরেকটি বিপত্তি। অনুশীলনে মাথায় বল লেগে চোট পান অফ স্পিনার নাঈম হাসান। তবে আশার খবর হলো তার চোট গুরুতর নয়।
ইডেন গার্ডেনে বুধবার সকাল থেকেই অনুশীলন করে বাংলাদেশ। দুপুরে এক পর্যায়ে নাঈমের মাথায় লাগে বল। বল লাগার সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় উডল্যান্ড হাসপাতালে। সেখানে করা হয় সিটি স্ক্যান।
ওই হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু জানান সুস্থ আছেন নাঈম, ‘নাঈম মাথায় চোট পেয়েছিল। ওকে এখানে নিয়ে এসেছিল। চিকিৎসা করলাম। তবে চোট গুরুতর নয়। সিটি স্ক্যান করা হয়েছে। স্বাভাবিক আছে। একটু ব্যথা পেয়েছে।’
মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় নাঈম নিজেও জানান ভালো আছেন তিনি।
স্কোয়াডে থাকলেও ইন্দোরে প্রথম টেস্টে নামা হয়নি নাঈমের। এখন পর্যন্ত দেশের মাঠে ৩ টেস্ট খেলে ২৩.৭০ গড়ে ১০ উইকেট নেওয়া এই স্পিনারের সম্ভাবনা আছে কলকাতা টেস্ট খেলার।
Comments