শীর্ষ খবর

সরকার দলীয় লোকজন সবকিছু খেয়ে ফেলছে: মির্জা ফখরুল

বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
fakhrul_islam_alamgir_2_0_1.jpg
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলন সৃষ্টি করবো। যার মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন এবং গণতন্ত্র মুক্তি পাবে এবং এটা বিশ্বাস করি যে- এটা হবে।”

আজ (২২ নভেম্বর) রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, “এটা ফ্যাসিবাদ, কিচ্ছু নেই। একজন, এক ব্যক্তি। কখনোই ফ্যাসিবাদ চিরকালের জন্য টিকে থাকতে পারে না।”

বিএনপি মহাসচিব বলেন, “মানুষ চায় বর্তমান সরকার যেনো এখনই চলে যায়। দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে যাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “সরকারদলীয় লোকজন সবকিছু খেয়ে ফেলছে। দেশ ধ্বংস করে দিচ্ছে।”

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, “খালেদা জিয়া নিজের জন্য কারাগারে নয়। দেশের গণতন্ত্রের জন্য। একই ধরনের মামলায় মন্ত্রী-সাংসদেরা জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।”

Comments

The Daily Star  | English

6 firms, 3 individuals awarded by The Daily Star and CSR Window Bangladesh

Six companies and three young humanitarians were felicitated today at the 3rd Bangladesh Sustainability Excellence Awards for their sustainable and socially impactful initiatives

3h ago