সাতছড়ি জাতীয় উদ্যান থেকে রকেট লঞ্চারের ১৩ গোলাসহ বিস্ফোরক উদ্ধার

 Rocket-Lunchers.jpg
২৩ নভেম্বর ২০১৯, সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১৩টি গোলা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। ছবি: স্টার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১৩টি গোলা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ (২৩ নভেম্বর) সকালে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম।

তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের ১৩টি গোলা (আরপিজি গোলা) এবং বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গোলা ও বিস্ফোরক দ্রব্যসমূহ বিস্ফোরক বিশেষজ্ঞ দল কর্তৃক ধ্বংস করা হচ্ছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago