লাবুশেনের প্রথম সেঞ্চুরি, ইয়াসিরের বিব্রতকর রেকর্ড

ছন্দে থাকা মার্নাস লাবুশেন টেস্ট ক্রিকেটে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নিলেন। অস্ট্রেলিয়া পেল ৩১০ রানের বিশাল লিড। বল হাতে দুইশোর বেশি রান বিলিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের ইয়াসির শাহ। দুর্ভোগের শেষ নয় সেখানেই। দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান।
marnus labuschagne
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার

ছন্দে থাকা মার্নাস লাবুশেন টেস্ট ক্রিকেটে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নিলেন। অস্ট্রেলিয়া পেল ৩১০ রানের বিশাল লিড। বল হাতে দুইশোর বেশি রান বিলিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের ইয়াসির শাহ। দুর্ভোগের শেষ নয় সেখানেই। দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান।

শনিবার (২৩ নভেম্বর) ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৪ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৭৬ রানে পিছিয়ে আছে তারা।

উইকেটে আছেন শান মাসুদ ২৭ ও বাবর আজম ২০ রানে। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সের তোপে ২৫ রানের মধ্যে আজহার আলি, হারিস সোহেল ও আসাদ শফিকের উইকেট হারানোর পর জুটি বেঁধেছেন তারা।

এর আগে দ্বিতীয় দিনের ১ উইকেটে ৩১২ রান নিয়ে খেলতে নামা স্বাগতিক অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৫৮০ রানে।

আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৩ রান যোগ করে ফেরেন ডেভিড ওয়ার্নার। ১৬ বছর বয়সী নাসিম শাহর শিকার হওয়া এই বাঁহাতি ২৯৬ বলে করেন ১৫৪ রান। সবশেষ অ্যাশেজে রানের বন্যা বইয়ে দেওয়া স্টিভ স্মিথ ফেরেন দ্রুত। এই নিয়ে ছয় টেস্টে সাতবার ইয়াসিরের বলে আউট হলেন তিনি।

ম্যাথু ওয়েডকে নিয়ে চতুর্থ উইকেটে ১১০ রান যোগ করেন লাবুশেন। ৯৭ বলে ৬০ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েডকে ফিরিয়ে জুটি ভাঙেন হারিস সোহেল।

ক্যারিয়ারের দশম টেস্টে প্রথমবারের মতো তিন অঙ্কে পৌঁছানো লাবুশেন থামেন ১৮৫ রানে। ২৭৯ বলের ক্যারিয়ার সেরা ইনিংসে ২০ চার মারেন তিনি। টেস্টে তার আগের সর্বোচ্চ ছিল ৮১ রান, প্রথম শ্রেণিতে ১৮১।

শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসিরের জুটিতে অস্ট্রেলিয়া শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৫ রানে। ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার লেগ স্পিনার ইয়াসির। তবে তাকে খরচ করতে হয় ২০৫ রান। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনবার ইনিংসে দুইশোর বেশি রান দেওয়ার বিব্রতকর রেকর্ডও গড়েছেন ইয়াসির।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস: ২৪০

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ৩১২/১) ১৫৭.৪ ওভারে ৫৮০ (ওয়ার্নার ১৫৪, বার্নস ৯৭, লাবুশেন ১৮৫, স্মিথ ৪, ওয়েড ৬০, হেড ২৪, পেইন ১৩, কামিন্স ৭, স্টার্ক ৫, লায়ন ১৩*, হ্যাজেলউড ৫; শাহিন ২/৯৬, ইমরান ১/৭৩, নাসিম ১/৬৮, ইফতিখার ০/৫৩, ইয়াসির ৪/২০৫, হারিস ২/৭৫)

পাকিস্তান ২য় ইনিংস: ১৭ ওভারে ৬৪/৩ (মাসুদ ২৭*, আজহার ৫, হারিস ৮, আসাদ ০, বাবর ২০*; স্টার্ক ২/২৫, কামিন্স ১/১৬, হ্যাজেলউড ০/১৬, লায়ন ০/৪)।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

22m ago