খেলা

ভারতকে আরেকবার ব্যাট করাতে চায় বাংলাদেশ

দ্বিতীয় সেশনে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রতিরোধে খেলা নেওয়া গেছে তৃতীয় দিনে। তবে দ্বিতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে অতি নাটকীয় কিছু না হলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় হার। এই অবস্থায় বাংলাদেশের চাওয়া ইনিংস হার এড়ানো।

দ্বিতীয় সেশনে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রতিরোধে খেলা নেওয়া গেছে তৃতীয় দিনে। তবে  দ্বিতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে অতি নাটকীয় কিছু না হলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় হার। এই অবস্থায় বাংলাদেশের চাওয়া ইনিংস হার এড়ানো।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রান করে ভারত। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

পরে তারা দিন শেষ করেছে ৬ উইকেটে ১৫২ রানে। ইনিংস হার এড়াতে বাংলাদেশের চাই এখনো ৮৯ রান। ৫৯ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম। হ্যামস্ট্রিংয়ের চোটে ৩৯ রান করে মাঠ ছাড়া মাহমুদউল্লাহর ফেরার আশায় আছে দল।

দিন শেষে দলের হয়ে কথা বলতে আসা আল-আমিন হোসেন জানালেন, এখন তদের লক্ষ্য ইনিংস হার এড়ানো আর ভারতকে আবার ব্যাট করানো, ‘গোলাপি বলে প্রথম ৩০ ওভার খেলা কঠিন। যখন বলটা ভিজে যাচ্ছে, তখন তেমন কিছুই হচ্ছে না। আমরা এটা (সংকট) পার করে দিয়েছি। ইনিংস হার এড়াতে আমাদের আরও ৮৯ রান করতে হবে। আমরা যারা টেল-এন্ডার আছি, রিয়াদ ভাই আছেন, তারা সবাই মিলে চেষ্টা করব ভারতকে আবার ব্যাট করানোর জন্য।’

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

2h ago