হিগুয়াইনের নৈপুণ্যে জুভেন্টাসের দুর্দান্ত জয়

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়া আটালান্টা লক্ষ্যভেদ করল বিরতির পর। ম্যাচের ৭৪তম মিনিট পর্যন্ত এগিয়ে থাকল তারা। এরপর শুরু হলো গনজালো হিগুয়াইন ম্যাজিক। আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। যোগ করা সময়ে স্বদেশী পাওলো দিবালার গোলেও রাখলেন অবদান। ফলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ল জুভেন্টাস।
gonzalo higuain
গনজালো হিগুয়াইন। ছবি: টুইটার থেকে নেওয়া

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়া আটালান্টা লক্ষ্যভেদ করল বিরতির পর। ম্যাচের ৭৪তম মিনিট পর্যন্ত এগিয়ে থাকল তারা। এরপর শুরু হলো গনজালো হিগুয়াইন ম্যাজিক। আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। যোগ করা সময়ে স্বদেশী পাওলো দিবালার গোলেও রাখলেন অবদান। ফলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ল জুভেন্টাস।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ইতালিয়ান সিরি আতে আটালান্টার মাঠে ৩-১ গোলে জয় পেল টানা আটবারের লিগ চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা মাউরিজিও সারির শিষ্যরা মজবুত করল পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান। লিগে এটি তাদের টানা চতুর্থ জয়।

হালকা চোট পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে আটালান্টার আতিথ্য নেয় জুভরা। পর্তুগিজ তারকার পরিবর্তে একাদশে জায়গা পান দিবালা। তবে প্রথমার্ধে হিগুয়াইন-দিবালারা আটালান্টার গোলমুখে তেমন ভীতি ছড়াতে পারেননি।

বরং জুভেন্টাসের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে স্বাগতিকরা। এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও তারা পেয়েছিল ১৮তম মিনিটে। স্ট্রাইকার মুসা ব্যারোর বুলেট গতির স্পট-কিক জুভ গোলরক্ষক ভোইচেখ শেজনিকে ফাঁকি দিলেও বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেড করেছিলেন মারিও পাসালিচ। তার প্রচেষ্টা বারের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে ডি-বক্সের ভেতরে সামি খেদিরার হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল আটালান্টা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬তম মিনিটে নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন গাম্বিয়ার ফরোয়ার্ড ব্যারো। ডান প্রান্ত থেকে দূরের পোস্টে তার মাপা ক্রসে জোরালো হেড করে বল জালে পাঠিয়ে আটালান্টাকে উল্লাসে মাতান জার্মান মিডফিল্ডার রবিন গোসেনস।

পিছিয়ে পড়ে তেতে ওঠা তুরিনের বুড়িরা সমতায় ফেরে ৭৪তম মিনিটে। বসনিয়া-হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের পাস ধরে বাঁ পায়ে নিচু শট নেন হিগুয়াইন। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে বল জড়ায় জালে। আট মিনিট পর আবার স্কোরশিটে ওঠে হিগুয়াইনের নাম। ডান প্রান্ত থেকে কলম্বিয়ার উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোর কাটব্যাক ডি-বক্সের ভেতরে পেয়ে যান অরক্ষিত হিগুয়াইন। প্রথম ছোঁয়ায় মাটি কামড়ানো শটে আটলান্টার জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৃতীয় গোলের দেখা পায় জুভেন্টাস। হিগুয়াইনের লম্বা করে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিবালা।

১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালিয়ান লিগের সফলতম দল জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আরেক পরাশক্তি ইন্টার মিলান। ছয়ে থাকা আটালান্টার অর্জন ১৩ ম্যাচে ২২ পয়েন্ট।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago