বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য খারাপ লাগে: গাভাস্কার

mushfiq
ছবি: বিসিবি

বাংলাদেশকে ‘অর্ডিনারি’ (সাধারণ) দল হিসেবে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের নিবেদন নিয়ে। ক্রিকেটের প্রতি প্রবল আবেগ-ভালোবাসা থাকা সত্ত্বেও বারবার দলের বিব্রতকর হার দেখতে পাওয়া সমর্থকদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি।

রবিবার (২৪ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে তৃতীয় দিনের খেলা শুরুর আগের ঘটনা। টেলিভিশন দর্শকদের জন্য পিচ রিপোর্ট করতে মুরালি কার্তিককে নিয়ে উইকেটে যান গাভাস্কার। কিন্তু পিচ নিয়ে কোনো আলোচনাতেই যেতে চাননি তিনি! কোনো লুকোছাপা না করে সরাসরিই জানান, পিচ কেমন আচরণ করছে, তা নিয়ে কথা বলার কিছু নেই। গড়পড়তা মানের বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দ্রুতই গুটিয়ে যাবে।

পিচ রিপোর্টের সময় গোটা বাংলাদেশ দলকে ধুয়ে দিয়ে টেস্টে ৩৪টি সেঞ্চুরির মালিক গাভাস্কার বলেন, ‘পিচ কেমন আচরণ করবে, তাতে কিছু যায়-আসে না। বাংলাদেশ “অর্ডিনারি” দল, ব্যাটসম্যানদের টেকনিক “অর্ডিনারি”। বিধ্বংসী মেজাজে থাকা ভারতীয় দলের বিপক্ষে তারা দ্রুতই হেরে যাবে।’

এরপর টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসের হয়ে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে গাভাস্কার যোগ করেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। এই খেলাটার প্রতি তাদের আবেগ প্রবল। নিজেদের দল ও ক্রিকেটারদের তারা গভীরভাবে ভালোবাসে। কিন্তু তাদের ক্রিকেটাররা এই দুই ম্যাচে এমন কিছুই করে দেখাতে পারেননি যাতে মনে হয়, তারা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য।’

গাভাস্কারের কথার প্রতিফলন পাওয়া গিয়েছে হাতেনাতে। তৃতীয় দিনে বাংলাদেশের লড়াই টিকেছে মাত্র ৪৭ মিনিট। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৪৬ রানে কলকাতা টেস্ট হেরেছেন মুমিনুল হকরা, দুই ম্যাচের সিরিজে হয়েছেন হোয়াইটওয়াশ।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago