সড়ক পরিবহন আইনের প্রয়োগ পেছানোর কারণ যৌক্তিক: কাদের

নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগ পিছিয়ে যাওয়ার জন্য যৌক্তিক কারণ রয়েছে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিবহন শ্রমিক ও মালিকদের সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে বাস্তবায়নের আগেই নতুন এই আইন সংশোধনের প্রসঙ্গে সচিবালয়ে আজ এই কথা বলেন কাদের।
তিনি বলেন, দাবি উঠেছে বলেই যে আইন সংশোধন করতে হবে তা নয়। এই আইনের বিধি বিধানগুলো আগে যাচাই বাছাই করে দেখবে সরকার। তার পর এটি নিয়ে মন্তব্য করা যাবে।
সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার দুই সপ্তাহ পর ১৭ নভেম্বর থেকে রস্তায় আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন থেকেই দেশের বিভিন্ন জায়গায় বাস বন্ধ করে দিয়ে ধর্মঘটে যায় সংশ্লিষ্ট সংগঠনগুলো। আইনের বিভিন্ন ধারায় সংশোধনের দাবিতে দুই দিন বাদে ১৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিক মালিক সংগঠনের নেতাদের দাবি পূরণের আশ্বস্ত দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এখনই এই আইন বাস্তবায়ন করা হচ্ছে না।
Comments