দিবালার দুর্দান্ত গোলে অ্যাতোলেতিকোকে হারাল জুভেন্টাস

অ্যাতোলেতিকো মাদ্রিদের মাঠে এগিয়ে থেকেও জয় পায়নি জুভেন্টাস। তবে ঘরের মাঠে ঠিকই জয় আদায় করে নিয়েছে দলটি। অবিশ্বাস্য এক গোল করেছেন পাওলো দিবালা। দুরূহ কোণ থেকে নেওয়া তার গোলেই জয় পায় দলটি। ১-০ গোলের স্বস্তির জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে নাম লেখাল ইতালির ক্লাবটি।
ছবি: এএফপি

অ্যাতোলেতিকো মাদ্রিদের মাঠে এগিয়ে থেকেও জয় পায়নি জুভেন্টাস। তবে ঘরের মাঠে ঠিকই জয় আদায় করে নিয়েছে দলটি। অবিশ্বাস্য এক গোল করেছেন পাওলো দিবালা। দুরূহ কোণ থেকে নেওয়া তার গোলেই জয় পায় দলটি। ১-০ গোলের স্বস্তির জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে নাম লেখাল ইতালির ক্লাবটি।

এদিন ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিলেন দিবালা। অ্যারন রামসির সঙ্গে দেওয়া নেওয়া করে কোণাকোণি শট নিয়েছিলেন তিনি। তবে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন অ্যাতোলেতিকো গোলরক্ষক জন ওলবাক। ২৪তম মিনিটে কিয়েরেন ট্রিপিয়েরের পাস থেকে দূরপাল্লার দারুণ এক শট নিয়েছিলেন সাউল নিগুয়েজ। অ্যারন রামসির গায়ে লেগে দিক বদলে বল জালের দিকেই যাচ্ছিল। কোন মতে ফিরিয়ে দলকে রক্ষা করেন জুভ গোলরক্ষক বয়েচেক সেজনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে অবিশ্বাস্য গোলটি করেন পাওলো দিবালা। ডান প্রান্তে ডি বক্সের সামান্য বাইরে ফ্রিকিক পায় জুভেন্টাস। প্রায় পাঁচ ডিগ্রি মতো কোণ থেকে জোরালো এক শটে গোলরক্ষক ওলবাককে বোকা বানান এ আর্জেন্টাইন তারকা। এমন দুরূহ কোণ থেকে ফ্রিকিক নিয়ে সাধারণত ডি-বক্সে হেড দেওয়ার জন্য বল রাখেন খেলোয়াড়রা।

৫০তম  মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলায় বল পেয়ে ভালো ভলি নিয়েছিলেন সাউল। তবে গোলরক্ষক সেজনি ছিলেন সতর্ক। ধরে ফেলেন সে শট। ১০ মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। পাল্টা আক্রমণে নিজেদের অর্ধ থেকে একেবারে ফাঁকায় বল নিয়ে ডি-বক্সের সামনে থেকে নেওয়া শট লক্ষ্যে থাকেনি।

৬৭তম  মিনিটে বড় বাঁচা বেঁচে যায় অ্যাতোলেতিকো।  দুই খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন বের্নাদস্কি। কিন্তু বারপোস্টে লেগে তা ফিরে আসে। ছয় মিনিট পর সুযোগ ছিল অ্যাতোলেতিকোরও। ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি মোরাতা। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার দুর্দান্ত সুযোগ মিস করে অ্যাতলেতিকো। খালি গোলবারেও বলে টোকা দিতে পারেননি এক খেলোয়াড়।

পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে জুভেন্টাসের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে দুটি জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকোর। তবে খুব একটা সুবিধাজনক স্থানে নেই তারা। কারণ তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বুন্দাসলিগার দল বায়ার লিভারকুসেন। এদিন লোকোমোতিভ মস্কোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। পাঁচ ম্যাচের তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago