ধামরাইয়ে ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড
ঢাকার ধামরাইয়ে একটি পুলিশ তদন্ত কেন্দ্রের দুই কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যহারকৃত কর্মকর্তারা হলেন, কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক ফজলুল হক এবং সহকারী উপ-পরিদর্শক শামীম।
আজ (২৮ নভেম্বর) সকালে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি বলেন, গতকাল সন্ধ্যায় তাদের ধামরাই থানাধীন কাউলিপাড়া তদন্ত কেন্দ্র থেকে ঢাকা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
ওসি জানান, প্রত্যহারকৃত কর্মকর্তাদের বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে কিছু তথ্য আছে। সেই তথ্য অনুযায়ী তদন্ত চলছে। তাদেরকে আপাতত প্রত্যাহার করা হয়েছে। আর সেই তদন্ত কেন্দ্রে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাদের প্রত্যাহার করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান না করে আমরা বলতে পারছি না।”
তবে সূত্র জানায়, একটি ডাকাতি মামলায় জব্দকৃত তিনটি ইজিবাইক (অটোরিকশা) বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠার পর তাদেরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
Comments