২০২০ সালে ভ্রমণে সেরা ১০ এয়ারলাইন্স

বিমান নিরাপত্তা ও রেটিং সংস্থা এয়ারলাইনরেটিংস ডটকম ২০২০ সালে ভ্রমণের জন্য বর্ষসেরা এয়ারলাইন্সের যে তালিকা দিয়েছে তাতে এক নম্বরে রয়েছে এয়ার নিউজিল্যান্ড।
২০২০ সালের জন্য সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছে এয়ার নিউজিল্যান্ড। রয়টার্স ফাইল ছবি

বিমান নিরাপত্তা ও রেটিং সংস্থা  এয়ারলাইনরেটিংস ডটকম ২০২০ সালে ভ্রমণের জন্য বর্ষসেরা এয়ারলাইন্সের যে তালিকা দিয়েছে তাতে এক নম্বরে রয়েছে এয়ার নিউজিল্যান্ড।

গত বছরের বিজয়ী সিঙ্গাপুর এয়ারলাইন্সকে পেছনে ফেলে এয়ার নিউজিল্যান্ড ষষ্ঠবারের মতো এই অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইনরের্টিংস ডটকমের সম্পাদক জেওফ্রে টমাস বলেন, “আমাদের নির্ধারিত মানদণ্ডগুলো অনুযায়ী বিশ্লেষণ করে এয়ার নিউজিল্যান্ডকে এক নম্বর স্থানে পেয়েছি। অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় তাদের কাজ অসাধারণ।”

এই পুরস্কারের আওতায় এয়ারলাইন্সের লাউঞ্জ, প্রথম শ্রেণির কেবিন এবং উড়ার সময়ের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হয়েছে।

লাউঞ্জের সুযোগ সুবিধার দিক থেকে শ্রেষ্ঠ এয়ারলাইন্সের পুরস্কার জিতেছে অস্ট্রেলিয়াভিত্তিক কোয়ান্টাস এয়ারলাইন্স।

গতবছর শ্রেষ্ঠ এয়ারলাইনের পুরস্কার বিজয়ী সিঙ্গাপুর এয়ারলাইন্স সার্বিকভাবে এবার দ্বিতীয় স্থানে থাকলেও প্রথম শ্রেণির ভ্রমণ অভিজ্ঞতায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

রয়টার্স ফাইল ছবি

তালিকার নবম স্থানে থাকা কাতার এয়ারওয়েজ কেটারিং এবং বিজনেস ক্লাসে সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠ হয়েছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে টমাস বলেন, “গত ১০ বছরে এয়ারলাইনগুলো জ্বালানি ব্যবহার কমানোয় কার্বন নিঃসরণের মাত্রা ২২ ভাগ কমেছে।”

শ্রেষ্ঠ এয়ারলাইন্স নির্বাচনে আন্তর্জাতিক এবং সরকারি বিভিন্ন তথ্যর ভিত্তিতে অভিজ্ঞ সাতজন বিচারক ১২টি মানদণ্ড অনুযায়ী যাচাই-বাছাইয়ের কাজটি করেন। যার মধ্যে পরিবহনকারী উড়োজাহাজের বয়স, যাত্রীদের মতামত, বিনিয়োগ, কর্মীদের সম্পর্ক, সেবা এবং লাভের হিসাব অন্যতম।

২০২০এর জন্য এয়ারলাইনরের্টিংস ডটকম নির্বাচিত শীর্ষ ১০টি এয়ারলাইনন্স হচ্ছে:

১. এয়ার নিউজিল্যান্ড

২. সিঙ্গাপুর এয়ারলাইন্স

৩. অল নিপ্পন এয়ারওয়েজ

৪. কোয়ান্টাস

৫. ক্যাথে প্যাসিফিক

৬. এমিরেটস

৭. ভার্জিন আটলান্টিক

৮. ইভা এয়ার

৯. কাতার এয়ারওয়েজ

১০. ভার্জিন অস্ট্রেলিয়া

রয়টার্স ফাইল ছবি

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago