ওমানের কাছে বড় হারের মাশুল দিল বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার পিছিয়েছে বাংলাদেশ। চলতি মাসে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ওমানের কাছে বড় ব্যবধানে হারের কারণে অবনমন হয়েছে জামাল ভূঁইয়াদের।
bangladesh football team
ছবি: বাফুফে

ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার পিছিয়েছে বাংলাদেশ। চলতি মাসে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ওমানের কাছে বড় ব্যবধানে হারের কারণে অবনমন হয়েছে জামাল ভূঁইয়াদের।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ১৮৭তম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট এখন ৯১৫। গেল মাসে কাতার ও ভারতের বিপক্ষে ভালো পারফরম্যান্সের কারণে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল জেমি ডের শিষ্যরা। তাদের পয়েন্ট ছিল ৯২০।

তবে ওমানের মাঠে বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে ৪-১ গোলে হেরে যায় বাংলাদেশ। প্রথমার্ধে শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিতে পারলেও দ্বিতীয়ার্ধে লড়াইটা ঠিকঠাকভাবে করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নতুন কোনো দল ঢোকেনি। শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। এক নম্বর জায়গাটা দখলে রেখেছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১ হাজার ৭৬৫। পরের চারটি স্থানে আছে যথাক্রমে ফ্রান্স (১ হাজার ৭৩৩), ব্রাজিল (১ হাজার ৭১২), ইংল্যান্ড (১ হাজার ৬৬১) ও উরুগুয়ে (১ হাজার ৬৪৫)।

এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে ক্রোয়েশিয়া (১ হাজার ৬৪২)। সাতে নেমে গিয়েছে পর্তুগাল (১ হাজার ৬৩৯)। শীর্ষ দশের শেষ তিনটি স্থানেও কোনো অদলবদল হয়নি। আটে আছে স্পেন (১ হাজার ৬৩৬), নয়ে আর্জেন্টিনা (১ হাজার ৬২৩) ও দশে কলম্বিয়া (১ হাজার ৬২২)।

সেরা দশের বাইরে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে ইতালি। দুই ধাপ নেমে ১৪তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়েছে জার্মানি। তারা আছে ১৫তম স্থানে।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

10m ago