সারাদেশে নৌ ধর্মঘটের ডাক

আজ (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছেন নৌযান শ্রমিকেরা।
waterway.jpg
সদরঘাট লঞ্চ টার্মিনাল। স্টার ফাইল ছবি

আজ (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছেন নৌযান শ্রমিকেরা।

নৌযান শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “নৌযান শ্রমিকরা দীর্ঘদিন ধরে ১১ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করার জন্য নৌযান শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

নৌযান শ্রমিক ফেডারেশনের ঘোষিত ১১ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০১৬ সালের সরকার ঘোষিত গেজেট মোতাবেক যাত্রীবাহী লঞ্চের কেরানি, কেবিনবয়, ইলেক্ট্রিশিয়ানসহ সব নৌযান শ্রমিককে বেতন প্রদান, হামলা-মামলা-হয়রানি বন্ধ, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস প্রদান, সব নৌযান শ্রমিককে মালিক কর্তৃক খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণবাবদ ১০ লাখ টাকা নির্ধারণ, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান করা।

সরকার ও মালিকপক্ষকে অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে নৌযান শ্রমিকদের ১১ দফাসহ উল্লেখিত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago