১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে দেম্বেলে, ‘উদ্বিগ্ন’ বার্সেলোনা
ঊরুর চোটে অন্তত ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ তারকা ওসমান দেম্বেলে। আগামী বছরের ফেব্রুয়ারির আগে চোটপ্রবণ এই ফরাসি উইঙ্গারের মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। বার্সায় যোগ দেওয়ার পর এই নিয়ে নবমবার চোটে পড়লেন দেম্বেলে। বারবার তার চোটে পড়া নিয়ে তাই ভীষণ ‘উদ্বিগ্ন’ হয়ে পড়েছে স্পেনের অন্যতম সেরা ক্লাবটি।
শুক্রবার (২৯ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে দেম্বেলের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়েছেন তিনি। ফলে অন্তত ১০ সপ্তাহ তাকে দেখতে পাওয়া যাবে না মাঠে।
আমেরিকান গণমাধ্যম ইএসপিএন এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেম্বেলের কদিন পরপর চোটে পড়াটা বার্সার জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফরোয়ার্ডের ফিটনেস ইস্যু নিয়ে তারা বেশ ‘উদ্বিগ্ন’। তাছাড়া ক্লাব কর্তৃপক্ষের আশঙ্কা, দফায় দফায় চোটগ্রস্ত হওয়ায় মানসিকভাবেও তিনি ভেঙে পড়তে পারেন।
গেল বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার শুরু একাদশে ছিলেন দেম্বেলে। কিন্তু ম্যাচের ২৬তম মিনিটে পায়ে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। এখন জানা গেছে, তার চোটটা বেশ গুরুতর।
২০১৭ সালের অগাস্টে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ডর্টমুন্ড ছেড়ে বার্সায় নাম লেখান দেম্বেলে। এরপর থেকে চোটের সঙ্গে নিয়মিত লড়াই করতে হচ্ছে তাকে। এর আগেও তিনবার ঊরুর চোটে পড়েছিলেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চলতি বছরের জানুয়ারিতে চোট পেয়েছিলেন গোড়ালিতে।
বার্সায় আসার পর চোটের কারণে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট মাস মাঠের বাইরে থাকতে হয়েছে দেম্বেলেকে। এই কারণে তিনি খেলতে পারেননি ৫৫টি ম্যাচ। বার্সার হয়ে চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে শুরু থেকে খেলতে পেরেছেন তিনি। সবমিলিয়ে খেলেছেন আট ম্যাচ- চারটি স্প্যানিশ লা লিগায় ও চারটি চ্যাম্পিয়ন্স লিগে। গোল করেছেন একটি।
১০ সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে দেম্বেলেকে সঙ্গে পাচ্ছেন না লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-আঁতোয়া গ্রিজমানরা। লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলা হচ্ছে না তার। আগামী জানুয়ারিতে সৌদি আরবের মাটিতে স্প্যানিশ সুপার কাপেও থাকবেন না তিনি।
Comments