আইন ও সালিশ কেন্দ্রের কার্যালয় ছাড়ার আদেশ হাইকোর্টে স্থগিত
রাজধানীর লালমাটিয়ায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রকে (আসক) কার্যালয় ছেড়ে দিতে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের আদেশ তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রাজউকের ভ্রাম্যমাণ আদালতের আদেশ কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ (১ ডিসেম্বর) আসকের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।
আসকের আইনজীবী জে আই খান পান্না সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশের পর লালমাটিয়ার কার্যালয় ব্যবহারে আসকের কোনো আইনি বাধা নেই।
আসক গত ১৫ নভেম্বর অভিযোগ করে, রাজউকের ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেছে এবং লালমাটিয়া কার্যালয় দুইমাসের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও তারা অপরাধ করেছে বলে একটি বিবৃতিতে স্বাক্ষর করতেও বাধ্য করেছে।
এর আগে, গত ১৪ নভেম্বর দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে আসক কার্যালয়ে অভিযান চালিয়ে ভবনের নকশাবহির্ভূত গ্যারেজের অংশবিশেষ উচ্ছেদ করা হয়।
এছাড়াও, আবাসিক এলাকায় কার্যালয় পরিচালনা করায় এই মানবাধিকার সংগঠনটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসব অভিযোগ প্রত্যাখ্যান করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানিয়েছেন, তারা রাজউকের আইন অনুসারেই ব্যবস্থা নিয়েছেন।
Comments