খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

khulna jute mill workers
নতুন বেতন কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতনসহ ১১ দফা দাবি খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের বিক্ষোভ-মিছিল। ছবি: স্টার ফাইল ফটো

খুলনায় নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা তাদের ১১ দফা দাবিতে দিনব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা সকালে দেড় ঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে।

আমাদের খুলনা সংবাদদাতা জানান, আজ (২ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া বিক্ষোভ-সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

সমাবেশে তারা নতুন বেতন কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবি তোলেন।

সকালে শ্রমিকরা নতুন রাস্তার মোড়, বিআইডিসি রোড ও বিএল কলেজ সড়ক অবরোধ করেন। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে গত ২৩ নভেম্বর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা। সেসময় তারা তাদের ১১ দফা দাবি তুলে ধরেন।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

7h ago