ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ

bangladesh football team
ছবি: বাফুফে

দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত প্রতিযোগিতায় অংশ নেয়নি। তাতে বড় স্বপ্ন নিয়েই এসএ গেমসে যোগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে তারা। ভুটানের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে গেল দলটি। ফলে স্বর্ণ জয়ের স্বপ্নেও লাগল বড় আঘাত।

বেশ কিছু দিন থেকেই ফুটবলে নতুন জোয়ার বইছিল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে কাতারের বিপক্ষে দারুণ লড়াই করে হেরেছিল তারা। এরপর ভারতে গিয়ে তাদের রুখে দেয় দলটি। যদিও শেষ ম্যাচে ওমানের কাছে বড় ব্যবধানেই হারে। তারপর র‍্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে তা কিছুটা হলেও স্বাভাবিক ছিল। তবে এদিন ভুটানের বিপক্ষে হারে আবারো হতাশা নেমে এলো দলটির।

অথচ ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে একেবারে ফাঁকায় হেড দেওয়া সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি ভারতের বিপক্ষে গোল দেওয়া সাদউদ্দিন। উল্টো ম্যাচের ৬৪তম মিনিটে বাংলাদেশের সর্বনাশ ডেকে আনেন ভুটানের রোনালদো খ্যাত চেনচো গেইলশেন। সে গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এর আগে ২০১৬ সালে বাংলাদেশেকে ৩-১ গোলে হারানোর ম্যাচে এই চেনচো করেছিলেন জোড়া গোল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল সোয়া ৫টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

3h ago