হুইল চেয়ার দলের সমস্যা সমাধান করে দিল বিসিবি

ক্রিকেটীয় দক্ষতায় অন্য দেশের দলগুলোর চেয়ে কম যান না বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেটাররা। কিন্তু সাধারণ হুইল চেয়ার নিয়ে খেলতে নেমে পিছিয়ে পড়ছিলেন বাংলাদেশের ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটাররা। তাদের সমস্যা সমাধান করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১টি স্পোর্টস হুইল চেয়ার তোলে দেওয়া হয়েছে হাঁটতে না পারা বাংলাদেশের দলটিকে।

মঙ্গলবার দুপুরে হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনের কাছে স্পোর্টস হুইল চেয়ার বুঝিয়ে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

হুইলচেয়ার দেওয়ার সময় বোর্ড প্রধান ব্যাখ্যা করেন এই দলকে সহায়তা করার উদ্দেশ, ‘হুইল চেয়ার দল বেশ কিছুদিন থেকেই নিয়মিত খেলছে। ভালোও করছে তারা। কিন্তু ওরা আমাদের জানিয়েছিল যে, ওরা যে সাধারণ হুইল চেয়ারে খেলে, সেসব দিয়ে অন্য দলগুলির সঙ্গে পেরে ওঠা যায় না। আমরা তখনই বলেছি, যে ধরনের চেয়ার ওরা চায়, দেওয়া হবে।’

‘ওদের চাওয়া অনুযায়ী আমরা এরপর ক্রিকেট উপযোগী হুইল চেয়ারের খোঁজ করেছি। ইংল্যান্ডে যে চেয়ার দিয়ে খেলে, সেসব আনার চেষ্টা করেছি। কিন্তু জানতে পারলাম যে ওই ধরনের চেয়ার আর নেই ওদের কাছে। এরপর ওরা যে ধরনের চেয়ার পছন্দ করেছে, সেসবই দিয়েছি।’

বড় একটা সমস্যার সমাধান করে দেওয়ায় বিসিবিকে কৃতজ্ঞতা জানান মহসিন, ‘আমরা যে হুইলচেয়ার নিয়ে খেলতাম সেটা স্পোর্টস উপযোগী ছিল না। অন্য দল যেখানে তিন রান নিত আমরা নিতে পারতাম এক রান। এবার স্পোর্টস হুইলচেয়ার পাওয়ায় আমাদের ফল আরও ভালো হবে। কারণ এটা দিয়ে দ্রুত রান নেওয়া যায়।’

নতুন হুইলচেয়ার পেয়েই বড় একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন মহসিনরা। আগামী ২০ ডিসেম্বর ভারতের উত্তরাখণ্ডে শুরু হচ্ছে চার জাতি টুর্নামেন্ট। এতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, আফগানিস্তান ও নেপাল। এই টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর উত্তরখানে অনুশীলন শুরু করেছে হুইলচেয়ার দল।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago