রোনালদো পঞ্চম ব্যালন ডি’অর জেতায় কষ্ট পেয়েছিলেন মেসি
২০১৫ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। দুই বছর পর তার কীর্তিতে ভাগ বসিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে রেকর্ড ভাগাভাগি করার বিষয়টা বেশ আহত করেছিল মেসিকে। গেল সোমবার রাতে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে ফের এককভাবে শীর্ষে ওঠার পর আর্জেন্টাইন তারকা নিজেই জানিয়েছেন এমন তথ্য। বলেছেন, রোনালদো পঞ্চম ব্যালন ডি’অর জেতায় তিনি কিছুটা কষ্ট পেয়েছিলেন।
চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সারা বিশ্বের সাংবাদিকদের ভোটে জয়ী হয়ে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ষষ্ঠবারের মতো হাতে তুলেছেন মেসি।
২০১৯ সালের পুরস্কারটি জিতে রেকর্ড গড়ার পর ‘ফ্রান্স ফুটবল’কে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে ৩২ বছর বয়সী এই ফুটবলার স্বীকার করেছেন যে রোনালদো যখন পঞ্চম ব্যালন ডি’অর জিতে সমতা টেনেছিলেন, তখন তিনি কষ্ট পেয়েছিলেন। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর জেতার বিষয়টা আমি উপভোগ করতাম। যখন ক্রিস্তিয়ানো রোনালদো সমতা টেনেছিল (পঞ্চম ব্যালন ডি’অর জিতে), স্বীকার করছি, কিছুটা কষ্ট হয়েছিল আমার। কারণ একমাত্র ফুটবলার হিসেবে আমি আর শীর্ষে ছিলাম না।’
‘কিন্তু ওই মুহূর্তে সে ব্যালন ডি’অর জেতার যোগ্য ছিল এবং এ ব্যাপারে আমার কিছু করার ছিল না।’
২০১৪-১৫ মৌসুমে শেষবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর টানা তিন মৌসুমে ইউরোপের সেরা ক্লাব আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো, ২০১৬ ও ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার গুরুত্বের প্রতি ইঙ্গিত করে মেসি বলেছেন, ‘আমি বুঝি কেন আমি জিতিনি। কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতিনি। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়।’
সাক্ষাৎকারে মেসির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সর্বকালের সেরা ফুটবলার কে। উত্তরে অবশ্য কারও নাম বলতে রাজি হননি তিনি, ‘সত্যি বলতে আমি জানি না।’
Comments