ইহার নাম সৌন্দর্যবর্ধন!
রাজধানীর মিরপুর ১০ নম্বরের পথচারী পারাপার সেতু। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নীল রঙের বেশ বড় আকারের টবগুলোতে লাগানো হয়েছিলো ফুলসহ অন্যান্য কিছু গাছ।
উদাসীন পর্যায়ের অব্যবস্থাপনা, অযত্ন-অবহেলায় গাছগুলো মরে গেছে। ঢাকাবাসী এখন আবর্জনা স্তূপের সৌন্দর্য দেখছেন!
ছবিটি তোলা হয়েছে গতকাল (৩ ডিসেম্বর)।
Comments