সরকারের চাপে খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দেয়নি বিএসএমএমইউ: ফখরুল
খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে প্রতিবেদন তৈরি করার পরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ তা আদালতে জমা দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারের চাপে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, গত রাতেই স্বাস্থ্য প্রতিবেদন তৈরির কাজ শেষ করেছে বিএসএমএমইউর চিকিৎসকরা।
আপিল বিভাগে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিল ও জামিনবিষয়ক শুনানির দিন ছিল আজ। কিন্তু প্রতিবেদন দাখিলের জন্য এটর্নি জেনারেল সময় চাওয়ার পর ১১ ডিসেম্বরের মধ্যে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন দেওয়ার সময় দেন আদালত। পরবর্তী শুনানির জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল করার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটা সূত্র থেকে জেনেছি যে গত রাতেই খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন তৈরির কাজ হয়। কিন্তু সরকারের চাপে এই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়।
খালেদার জামিন আবেদনের শুনানি পিছিয়ে দেওয়ায় সারা দেশের মানুষ আশাহত হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন। এই আবেদনের শুনানিতে গত ২৮ নভেম্বর আদালত মেডিকেল বোর্ড গঠন করে খালেদার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন ৫ ডিসেম্বরের (আজ) মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। এর আগে গঠিত আরেকটি মেডিকেল বোর্ডের প্রতিবেদনও দাখিল করতে বলেছিলেন আদালত।
আজ ধার্য তারিখে বিষয়টি শুনানির জন্য উঠলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কিছু পরীক্ষা শেষে প্রতিবেদন দিতে হবে বলে তাকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য সময় দরকার। এর পরই স্বাস্থ্য প্রতিবেদনের জন্য সময় দিয়ে আদালত শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।
Comments