শ্রীলঙ্কাকে হারিয়ে আশা জিইয়ে রাখল বাংলাদেশ
প্রথম ম্যাচে ভুটানের কাছে হার। এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র। তাতেই খাঁদের কিনারায় চলে যায় বাংলাদেশ। ফাইনাল খেলা তো বটেই পদক পাওয়ার ন্যুনতম স্বপ্ন জিইয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না তাদের। এমন ম্যাচে জয়ের সন্তুষ্টি মিলেছে জামাল ভুঁইয়াদের। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে পদক জয়ের সম্ভাবনা টিকিয়ে রেখেছে জেমি ডের শিষ্যরা। তবে ব্যাবধান কিছুটা বাড়িয়ে নেওয়ার আক্ষেপ থাকছেই তাদের।
আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারাতে পারলে অন্তত একটি পদক আশা থাকবে। অন্য দল গুলোর ফলাফল পক্ষে গেলেও ফাইনালে ওঠার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে গোলব্যবধান। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। এক ম্যাচ কম খেলে নেপালের সংগ্রহও ৪ পয়েন্ট। গোল গড়ে এগিয়েও আছে তারা। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভুটান।
বাঁচা-মরার লড়াইয়ে এদিন বাংলাদেশের একাদশে বেশ রথবদল করেছেন কোচ জেমি ডে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া নাবিব নেওয়াজ জীবনকে বাদ দিয়ে সাদ উদ্দিনের সঙ্গী হিসেবে মাহবুবুর রহমান সুফিলকে খেলান তিনি। এছাড়া রক্ষণভাগে শক্তি বাড়াতে বাড়তি ডিফেন্ডার খেলিয়েছেন। ফিরেছেন বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন খান। আছেন রিয়াদুল হাসান রাফি ও টুটুল হোসেন বাদশা ও সুশান্ত ত্রিপুরাও। বাদ পড়েছেন রহমত মিয়া। পরিবর্তন আছে মাঝমাঠেও। প্রথমবারের মতো সুযোগ মিলেছে মোহাম্মদ আল আমিনের।
আর একাদশে পরিবর্তন বেশ কাজেও লাগে বাংলাদেশের। দলকে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে দেন সুফিল। অবশ্য তাতে দারুণ অবদান রয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া ও সাদ উদ্দিনের। ডান প্রান্ত থেকে জামালের কাটব্যাক পেয়ে আড়াআড়ি পাস দেন সাদকে। সুবিধাজনক অবস্থানে ছিলেন সাদ। তবে নিশ্চিত হতে সুফিলকে বল দেন তিনি। আর আস্থার পূর্ণ প্রতিদান দেন এ ফরোয়ার্ড। প্রথমার্ধে বাংলাদেশের এগিয়ে যাওয়ার আরও একটি দারুণ সুযোগ ছিল। ৩৬তম মিনিটে জামালের পাস থেকে অনেকটা ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ।
দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ দারুণ ফুটবল খেলে বাংলাদেশকে চাপে রেখেছিল শ্রীলঙ্কা। জমাট রক্ষণে তাদের আটকে রাখে বাংলাদেশ। তবে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ ছিল তাদের। ৮০তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম। তবে স্বস্তির জয়ের মাঠ ছাড়তে পেড়েছে তারা।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান রাফি, জামাল ভুঁইয়া, আল আমিন, মাহবুবুর রহমান সুফিল, রবিউল হাসান, সাদ উদ্দিন
Comments