টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় গোলচত্বরে আজ (৬ ডিসেম্বর) সকালে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং দুজন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
Comments