চার মাসে রিয়াল মাদ্রিদের ১৬ ফুটবলারের ২৯ চোট

eden hazard
ছবি: এএফপি

চলতি মৌসুমে চোট সমস্যা যেন পিছুই ছাড়ছে না রিয়াল মাদ্রিদের! চোটে জর্জরিত দলটির কোচ জিনেদিন জিদানকে নতুন করে ভাবনায় ফেলেছেন এডেন হ্যাজার্ড। ‘এল ক্লাসিকো’তে খেলা হচ্ছে না এই বেলজিয়ান ফরোয়ার্ডের। তার ডান পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। পায়ের পেশিতে চোট আছে মার্সেলোরও। সবমিলিয়ে গেল চার মাসে রিয়ালের ১৬ খেলোয়াড় ২৯ বার চোটে পড়েছেন, জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হয়েছিল রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বদেশী ডিফেন্ডার থমাস মুনিয়েরের ট্যাকলে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন হ্যাজার্ড। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তার গোড়ালির গাঁটে চিড় ধরা পড়েছে। ফলে বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে খেলা হচ্ছে না তার।

আগামী ১৯ ডিসেম্বর কাতালান ক্লাবটির মাঠ ক্যাম্প ন্যুতে চলমান ২০১৯-২০ মৌসুমের লা লিগার প্রথম ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দল দুটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কাতালুনিয়ার রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সূচি বদলে দেওয়া হয়।

লিগে ১৪ ম্যাচে নয় জয়, চার ড্র ও এক হারে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের অর্জন ৩১ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এবারের মৌসুম শুরুর পর রিয়ালের স্কোয়াডে থাকা মাত্র নয় ফুটবলার এখন পর্যন্ত কোনো চোটে পড়েননি। তারা হলেন- আলফোন্সো আরেওলা, দানি কারভাহাল, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, আলভারো ওদরিওজোলা, কাসেমিরো, করিম বেনজেমা, মারিয়ানো দিয়াজ ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকিদের সবাই অন্তত একবার হলেও চোটের শিকার হয়েছেন।

লস ব্লাঙ্কোসদের যে ১৬ ফুটবলার গেল চার মাসে চোটে পড়েছেন, তাদের মধ্যে সবচেয়ে গুরুতর হলো মার্কো আসেনসিওর পরিস্থিতি। প্রাক-মৌসুমে চোট পেয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কমপক্ষে নয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

মার্কার হিসাব অনুসারে চোটের তালিকা:

১. ব্রাহিম দিয়াজ (দুবার চোট, ৯৩ দিন মাঠের বাইরে)

২. মার্কো আসেনসিও (একবার চোট, আট মাস মাঠের বাইরে)

৩. লুকা জোভিচ (একবার চোট, ১২ দিন মাঠের বাইরে)

৪. ফারলান্দ মেন্দি (দুবার চোট, ৬৫ দিন মাঠের বাইরে)

৫. থিবো কর্তোয়া (একবার চোট, ১০ দিন মাঠের বাইরে)

৬. লুকা মদ্রিচ (তিনবার চোট, ৪৭ দিন মাঠের বাইরে)

৭. রদ্রিগো (একবার চোট, ৩২ দিন মাঠের বাইরে)

৮. এডেন হ্যাজার্ড (দুবার চোট, ৪০ দিন মাঠের বাইরে)

৯. হামেস রদ্রিগেজ (চারবার চোট, ৭২ দিন মাঠের বাইরে)

১০. ইস্কো (একবার চোট, ৩৫ দিন মাঠের বাইরে)

১১. ফেদেরিকো ভালভার্দে (একবার চোট, ১০ দিন মাঠের বাইরে)

১২. মার্সেলো (চারবার চোট, ৫২ দিন মাঠের বাইরে)

১৩. নাচো (একবার চোট, ৫৫ দিন মাঠের বাইরে)

১৪. টনি ক্রুস (একবার চোট, ১৬ দিন মাঠের বাইরে)

১৫. লুকাস ভাসকেজ (দুবার চোট, ৪৪ দিন মাঠের বাইরে)

১৬. গ্যারেথ বেল (দুবার চোট, ৩৯ দিন মাঠের বাইরে)।

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

10h ago