রুম্পার মৃত্যুর ঘটনায় স্টামফোর্ডের শিক্ষার্থীদের বিক্ষোভ

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়া শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। রুম্পাকে হত্যা করা হয়ে থাকতে পারে অভিযোগ তুলে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াতের মৃত্যুর ঘটনায় সিদ্ধেশ্বরী-মালিবাগ এলাকায় সহপাঠীরা বিক্ষোভ করেন। ছবি: পলাশ খান

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়া শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। রুম্পাকে হত্যা করা হয়ে থাকতে পারে অভিযোগ তুলে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

গত বুধবার মধ্যরাতে পুলিশ ৬৮ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত হিসেবে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। গত রাতে স্বজনেরা ছবি দেখে রুম্পার লাশ শনাক্ত করেন।

রুম্পার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

বুধবার রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সদরদপ্তরের উল্টোদিকে রুম্পার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত স্পষ্ট কোনো কারণের কথা বলা না হলেও স্থানীয়দের ধারণা উঁচু ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার আগে সেখানে তারা জোরে শব্দ শোনার কথাও জানান।

Comments