বিএনপিপন্থী আইনজীবীদের আচরণ ক্ষমার অযোগ্য: কাদের

obaidul qader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আদালত কক্ষে বিএনপিপন্থী আইনজীবীদের আচরণের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, আদালত প্রাঙ্গণে তারা রণাঙ্গন সৃষ্টি করেছেন। আদালতের ভেতরে হট্টগোল করেছেন।

“আমি মনে করি আদালতের ভেতরে তারা যে ঔদ্ধত্য দেখিয়েছেন সেটা ক্ষমার অযোগ্য,” বলেন তিনি।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কিছু করার নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা হলো দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় সরকারের কোনো করণীয় নেই। কারণ রাজনৈতিক মামলা হলে সরকার রাজনৈতিকভাবে মুক্তির কথা বিবেচনা করতে পারত।

বিএনপি বলছে সরকার রাজনৈতিক কারণে মুক্তি দিচ্ছে না, বিষয়টি সত্যের অপলাপ, যোগ করেন তিনি।

এসময় আন্দোলনের নামে বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন কাদের।

গত বৃহস্পতিবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ পেছানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা আপিল বিভাগের এজলাস কক্ষে অবস্থান নিয়ে হট্টগোল ও হইচই করেন। এসময় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চের বিচারকরা নিয়মিত বিরতির আগেই আদালত কক্ষ ত্যাগ করতে বাধ্য হন। এতে আপিল বিভাগের বিচার কার্যক্রম ব্যাহত হয়।

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago