তিনদিন পর সোনা আনলেন মাবিয়া

mabia akter
ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে পঞ্চম সোনা এনে দিলেন মাবিয়া আক্তার সীমান্ত। দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট ভারোত্তোলনে অনূর্ধ্ব-৭৬ কেজি ওজন শ্রেণির ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবার সেরা হলেন।

শনিবার (৭ ডিসেম্বর) নেপালের পোখারায় সোনার পদক জিতলেন মাবিয়া। এসএ গেমসের গেল আসরেও সোনা জিতেছিলেন তিনি। তিন বছর আগে ২০১৬ সালে ভারতের শিলং-গুয়াহাটিতে অনুষ্ঠিত আসরে অনূর্ধ্ব-৬৩ কেজি ওজন শ্রেণির ইভেন্টে সোনা জিতেছিলেন এই ভারোত্তোলক।

শ্রীলঙ্কার বি সি প্রিয়ন্তিকে হারিয়ে বিদেশের মাটিতে দেশের পতাকা সবচেয়ে উঁচুতে তোলেন মাবিয়া। সবমিলিয়ে ১৮৫ কেজি ওজন তোলেন তিনি। স্ন্যাচে তোলেন ৮০ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তোলেন মাবিয়া।

এসএ গেমসের চলমান ১৩তম আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে এসেছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো পদক এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে কোনো সোনা জিততে পারেননি লাল-সবুজের অ্যাথলেটরা। সেই খরা ঘোচালেন মাবিয়া।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

1h ago