চট্টগ্রামে আ. লীগের সম্মেলনে হাতাহাতি-চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
AL-Council.jpg
৭ ডিসেম্বর ২০১৯, লালদিঘি মাঠে আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনের আগে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। ছবি: প্রথম আলো

চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, নগরীর লালদিঘি মাঠে আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনের আগে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনস্থলে নেতাদের নামে স্লোগান দিয়ে প্রবেশ ও অবস্থান করা নিয়ে মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান আতার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়।

একপর্যায়ে পুলিশের সহায়তায় দলের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পরে বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago