পিছিয়ে পড়েও নেইমার-এমবাপের নৈপুণ্যে জিতল পিএসজি
বিরতির আগে লেয়ান্দ্রো পারদেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াল দ্বিতীয়ার্ধের শেষ ভাগে। নেইমার ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে সাত মিনিটের ব্যবধানে তিন গোল আদায় করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা।
শনিবার রাতে মঁপেলিয়ের মাঠে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে টমাস টুখেলের শিষ্যরা। লিগে এটি তাদের টানা চতুর্থ জয়। নেইমার-এমবাপের কাঁধে চড়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে প্যারিসিয়ানরা। অন্য গোলটি করেন মাউরো ইকার্দি।
ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেললেও বিরতির আগে নিশ্চিত কোনো গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় পিএসজি। উল্টো ৪১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস নিজেদের জালেই বল জড়িয়ে দেন। তার আগে আরও দুটি ধাক্কা খেয়েছিল দলটি। চোটের কারণে মাঠ ছেড়ে যান প্রেসনেল কিম্পেম্বে ও ইদ্রিসা গানা গেয়ে।
৭৩তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো মেনদেস। মঁপিলিয়ে পরিণত হয় দশ জনের দলে। এরপর পাল্টে যায় ম্যাচের চিত্র। পরের মিনিটে দারুণ এক ফ্রি-কিকে পিএসজিকে সমতায় ফেরান নেইমার নিজেই। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।
দুই মিনিট পর এগিয়ে যায় অতিথিরা। নেইমারের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। এবারের লিগ ওয়ানে এটি তার সপ্তম গোল। চার মিনিট বাদে নেইমার আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক নিয়েছিলেন। বল পোস্টে লেগে ফেরত আসায় গোলবঞ্চিত হন তিনি।
পরের মিনিটেই অবশ্য পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়। এমবাপের ক্রসে ডি-বক্সের ভেতর থেকে জোরালো ভলিতে মঁপেলিয়ের জাল কাঁপান আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি। ইন্টার মিলান থেকে চলতি মৌসুমের শুরুতে ধারে পিএসজিতে যোগ দেওয়া তারকার এটি সাত নম্বর লিগ গোল।
১৬ ম্যাচে পিএসজির অর্জন ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই।
Comments