ম্যাগনেট হিরো শাকিব
ঢাকাই সিনেমার এই সময়ের সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় নায়ক শাকিব খান একটার পর একটা নতুন সিনেমা করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় তার ক্যারিয়ারে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন সিনেমা।
সিনেমাটির নাম ‘ম্যাগনেট’। এটি পরিচালনা করবেন মাহমুদ হাসান সিকদার।
সম্প্রতি শাকিব খানের সঙ্গে ম্যাগনেট সিনেমার গল্প নিয়ে কথা বলেছেন পরিচালক। ম্যাগনেট এর গল্প পছন্দ করেছেন তিনি।
শাকিব খান বলেন, “ম্যাগনেট এর গল্পটি ভালো লেগেছে। আশা করছি কাজটি করা হবে। আসলে নতুন গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে। ম্যাগনেট-এ সেটা আছে।”
পরিচালক মাহমুদ হাসান সিকদার বলেন, “ম্যাগনেট এর গল্পটি এখনই শেয়ার করতে চাই না। শুধু বলবো- ভালো একটি কাজ দর্শকদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করছি।”
জানা গেছে, ম্যাগনেট সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নতুন লুকে।
ম্যাগনেট ছাড়াও বীর নামের নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব খান। কাজী হায়াৎ পরিচালনা করছেন বীর সিনেমাটি। বীর সিনেমাটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে।
এদিকে, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা নায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন শাকিব খান। তিনি সওা সিনেমার জন্য পাচ্ছেন এ পুরস্কার।
এ বিষয়ে শাকিব খান বলেন, “প্রধানমন্ত্রীর হাত থেকে আজ সেরা অভিনেতা হিসেবে পুরস্কার নেবো, এটি সত্যি আমার জন্য ভীষণ আনন্দের।”
Comments