৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান নিখোঁজ
অ্যান্টার্কটিকায় নিজেদের ঘাঁটিতে যাওয়ার পথে চিলির বিমান বাহিনীর একটি উড়োজাহাজ ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে।
চিলির বিমান বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায়, সি-১৩০ হার্কিউলস উড়োজাহাজটিতে ১৭ জন ক্রু এবং ২১ জন যাত্রী ছিলেন।
এটি অ্যান্টার্কটিক উপদ্বীপের কাছে কিং জর্জ দ্বীপে অবস্থিত চিলির সামরিক ঘাঁটিতে যাচ্ছিলো। ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করার ভাসমান পাইপটি পরীক্ষা করতে আরোহীরা সেখানে যাচ্ছিলেন।
বিমান বাহিনীর বার্তায় বলা হয়, উড়োজাহাজটি দক্ষিণ চিলির একটি ঘাঁটি থেকে উড্ডয়নের সোয়া এক ঘণ্টা পর রেডিও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
Comments