রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের অভিমত হাইকোর্টের
বিজয় দিবস ও স্বাধীনতা দিবসসহ রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করতে অভিমত জানিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার দ্য ডেইলি স্টারকে বলেছেন, “আজ (১০ ডিসেম্বর) একটি রুলের শুনানিতে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত।”
তিনি বলেন, “বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি এ এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘বাংলাদেশ জিন্দাবাদ’-কে পাকিস্তানে ব্যবহৃত স্লোগান হিসেবে উল্লেখ করে অসন্তুষ্ঠি প্রকাশ করেছেন।”
ডেপুটি এটর্নি জেনারেল জানান, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুই বছর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।
রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ৪ ডিসেম্বর রুল দেন হাইকোর্ট।
Comments