অধিনায়ক হওয়ায় উপরে ব্যাট করার সুযোগ দেখছেন মোসাদ্দেক

Mosaddek Hossain Saikat
ছবি: ফিরোজ আহমেদ

গত বিপিএলে মোসাদ্দেক হোসেন খেলেছিলেন চিটাগাং ভাইকিংসে, তার আগের বিপিএলে খেলেছেন ঢাকা ডায়নামাইটসে। কিন্তু কোনবারই উপরে ব্যাট করার সুযোগ হয়নি তার। এমনিতে মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক এবার প্রথমবারের মতো পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব। আর তাতেই সিলেট থান্ডার্সের মিডল অর্ডারে নিজেকে দেখছেন তিনি। 

নতুন আদলের বিপিএলে সিলেটের দলটিই নামেভারে সবচেয়ে হালকা। স্থানীয় তারকাদের মধ্যে সবচেয়ে বড় নাম মোসাদ্দেক। তাকেই অধিনায়ক বানিয়েছে দলটি।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তবে টি-টোয়েন্টি এবারই প্রথম পেলেন এমন দায়িত্ব। তাতে রোমাঞ্চ যেমন আছে, আছে চ্যালেঞ্জও।

জাতীয় দলে বড় তারকার ভিড়ে যে সুযোগ পান না, আগামীতে তৈরি হতে ঘরোয়া ক্রিকেটে সেই সুযোগটা দরকার। ঢাকা প্রিমিয়ার লিগে উপরে ব্যাট করার জায়গা পেলেও বিপিএলে তা মিলছিল না। এবার অধিনায়ক হওয়ায় স্বাধীনতা বেড়েছে তার। এই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচকদের নজরে আসতে চান তিনি, ‘ঘরোয়া ক্রিকেটে আমি চার-পাঁচেই ব্যাটিং করার চেষ্টা করি। জাতীয় দলে এমন সুযোগ মেলেনি। বিপিএলে ভালো করলে কোচ-নির্বাচকরা হয়ত জাতীয় দলে উপরে ব্যাটিং করানোর বিষয়ে চিন্তা করবেন। বিপিএলে কোথায় ব্যাট করব এখনো জানি না। কোচ-ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, হয়ত চার বা পাঁচেই করব। এটা আমার জন্য বড় সুযোগ। আমি মনে করি নিজেকে এখানে দেখানোর সুযোগ আছে। ’

বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে মোসাদ্দেকের সিলেট।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago