মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ অনেক দিনের। হত্যাযজ্ঞ থেকে বাঁচতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিলেও আন্তর্জাতিক পরিসরে সব সময়ই মিয়ানমার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এসেছে।
এবারই প্রথম ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র পক্ষ থেকে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতের কাঠগড়ায় নিয়ে গেছে মিয়ানমারকে। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০১৯) দুপুর থেকে এই মামলার শুনানি শুরু হয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আদালতে। শুনানি চলার সময় রোহিঙ্গা সংকট নিয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে এসে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক, হুমায়ুন কবির। উপস্থাপনায় গোলাম মোর্তোজা।
আরও দেখুন
Comments