চার দেশি, তিন বিদেশি অধিনায়ক, সাত দলের স্কোয়াডে আছেন যারা

বিপিএলের নতুন আসরে সাত দলের মধ্যে তিন দলে বিদেশিদের দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। টানা সপ্তম আসরে অধিনায়কত্ব পেয়েছেন মাশরাফি মর্তুজা। প্রথমবার অধিনায়ক হিসেবে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
Bangabandhu BPL 2019 logo

বিপিএলের নতুন আসরে সাত দলের মধ্যে তিন দলে বিদেশিদের দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। টানা সপ্তম আসরে অধিনায়কত্ব পেয়েছেন মাশরাফি মর্তুজা। প্রথমবার অধিনায়ক হিসেবে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বিপিএলের একদম শুরুর আসর থেকে একাধিক দলের অধিনায়কত্ব করা মাশরাফি এবার নেতৃত্ব দেবেন ঢাকা প্লাটুনের। তার সামনে অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জেতার হাতছানি। মোসাদ্দেক হোসেন হয়েছেন নতুন অধিনায়ক। এবার সিলেট থান্ডারকে নেতৃত্ব দেবেন তিনি।

মুশফিকুর রহিম আছেন খুলনা টাইগার্সের দায়িত্বে। বিপিএলে তার অধিনায়কত্বের ইতিহাস অবশ্য সুখকর নয়। এর আগে কয়েকবার মাঝপথেই দায়িত্ব ছেড়ে দেওয়ার নজির আছে তার। অধিনায়ক আছেন মাহমুদউল্লাহও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ প্রথম দুই ম্যাচে খেলবেন না চোটের কারণে। তার বদলে এই দুই ম্যাচে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস।

বাকি তিন অধিনায়কই বিদেশি। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি পেয়েছেন রংপুর রেঞ্জার্সের নেতৃত্ব। খেলার আগের দিন বিকেলে অনেক নাটকীয়তার পর কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কান দাসুন শানাকাকে। অভিজ্ঞতার তার অধিনায়কত্ব নিয়ে আছে প্রশ্ন। অলক কাপালি, ফরহাদ রেজাদের মতো স্থানীয় অভিজ্ঞরা থাকলেও রাজশাহী রয়্যালসের অধিনায়কত্ব পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

কোন দলে আছেন কারা

ঢাকা প্লাটুন:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলী অনিক।

বিদেশী খেলোয়াড়: শহীদ আফ্রিদি, লুইস রিস, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, আসিফ আলী।

কোচ- মোহাম্মদ সালাউদ্দিন (বাংলাদেশ)

দল পরিচালক- গাজী গোলাম মুর্তজা

দলের স্পন্সর :যমুনা ব্যাংক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 

মাহমুদুল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন

বিদেশি খেলোয়াড়: ক্রিস গেইল (শেষ দিকে আসবেন), কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিত, রায়ান বার্ল, লেন্ডল সিমন্স, মোহাম্মদ মুসা, আভিস্কা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন।

কোচ :পল নিক্সন (ইংল্যান্ড)

দলের পরিচালক :জালাল ইউনুস

দলের স্পন্সর : আখতার গ্রুপ

রাজশাহী রয়্যালস 

আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম।

বিদেশি খেলোয়াড়: শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।

কোচ :ওয়াইজ শাহ (ইংল্যান্ড)।

দলের পরিচালক-  এনায়েত হোসেন সিরাজ রংপুর রেঞ্জার্সে চলে যাওয়ায় এই পদ ফাঁকা।

দলের স্পন্সর- আইসিপি।

খুলনা টাইগার্স

মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম

বিদেশি : মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক।

কোচ : জেমস ফস্টার।

দলের পরিচালক:খালেদ মাহমুদ

দলের স্পন্সর : প্রিমিয়ার ব্যাংক

সিলেট থান্ডার

মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলওয়ার হোসেন, মনির হোসেন, এবাদত হোসেন, রুয়েল মিয়া

বিদেশি খেলোয়াড়: জনসন চার্লস, নবীন উল হক, জীবন মেন্ডিস, মোহাম্মদ সামি, শারফেন রাদারফোর্ড, শফিকুল্লাহ, ক্রিসমার সান্টোকি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার।

কোচ : হার্শেল গিবস (দ. আফ্রিকা), পরামর্শক- সারোয়ার ইমরান।

দলের পরিচালক : তানজিল চৌধুরী

দলের স্পন্সর : জিভানি ফুটওয়্যার

কুমিল্লা ওয়ারিয়র্স 

দাসুন শানাকা (অধিনায়ক) সৌম্য সরকার, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হাসান অনি।

অন্য বিদেশি খেলোয়াড় :ডেভিড মালান, কুশাল পেরেরা, মুজিব উর রহমান

কোচ :ওটিস গিবসন (ওয়েস্ট ইন্ডিজ)

দলের পরিচালক :নাঈমুর রহমান দুর্জয়, টেকনিক্যাল অ্যাডভাইজর- মিনহাজুল আবেদীন নান্নু

রংপুর রেঞ্জার্স :

মোহাম্মদ নবি (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা

বিদেশি খেলোয়াড় : লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, শাই হোপ, জুনায়েদ খান, মোহাম্মদ শাহজাদ, টম অ্যাবেল, মোহাম্মদ নবী।

কোচ: মার্ক ও'ডনেল (নিউজিল্যান্ড)।

দলের পরিচালক :এনায়েত হোসেন সিরাজ

টেকনিক্যাল অ্যাডভাইজর- হাবিবুল বাশার সুমন

দলের  স্পন্সর : ইনসেপটা ফার্মাসিটিউক্যাল।

 

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now