যুদ্ধাপরাধ মামলায় টিপু সুলতানের ফাঁসি

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ict logo
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ (১১ ডিসেম্বর) এই রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ২৯ মে আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, লুটতরাজ, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুইটি অভিযোগ আমলে নিয়ে ওই বছরেরই ৮ আগস্ট অভিযোগ গঠন করা হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ১৪ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

যুদ্ধাপরাধী টিপু সুলতান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে পড়াশোনা করেন। তিনি ১৯৮৪ সালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

মুক্তিযুদ্ধের সময় টিপু জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র সংঘ’ ও পরবর্তীতে ‘ইসলামী ছাত্র শিবির’র রাজনীতি করতেন।

Comments

The Daily Star  | English

Journalists who legitimised fascism will not be spared: Nahid

Information Adviser Nahid Islam today said journalists and writers who tried to give legitimacy to fascism and instigated mass killing through their writings will be brought to book

39m ago