মিয়ানমারের সেনা প্রধানের বিরুদ্ধে আমেরিকার অবরোধ
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা ও অন্য জাতিগত সংখ্যালঘুদের হত্যা-নির্যাতনের অভিযোগে দেশটির সেনাপ্রধান ও চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে আমেরিকা।
বার্তা সংস্থা রয়টার্স গতকাল (১০ ডিসেম্বর) জানায়, যেদিন মিয়ানমার নেত্রী অং সান সু চি নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের শুনানিতে অংশ নিচ্ছেন সেদিনই আমেরিকা এই অবরোধের ঘোষণা দিলো।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের এক বার্তায় বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী মিন অং হ্লাইংয়ের নির্দেশে “ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘন” করেছে।
বার্তায় আরও বলা হয়, “(মিয়ানমারে) জাতিগত সংখ্যালঘুদের গুলি করে হত্যা করা হয়েছে। যখন নিরীহ মানুষজন পালিয়ে যাচ্ছিলো তখন তাদের গুলি করা হয়েছে। সেনারা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করেছে। তাদের ঘর-বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে।”
অবরোধের ফলে সেনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে গচ্ছিত তাদের সম্পদ জব্দ করা হবে। এছাড়াও, আমেরিকানদের সঙ্গে তারা কোনো ব্যবসা করতে পারবে না।
Comments